Description: অপূর্ব পৃথিবী ঊষার চোখ ক্রমেই ফুটে উঠছে!…কিন্তু পৃথিবী তখনও আপনার বুকের উপর থেকে আবছায়ার চাদরখানি খুলে রেখে দেয়নি। যেদিকে সেই মহাকায় জীবটা চলে গেল, সেইদিকে হতভম্বের মতো তাকিয়ে আমরা কয়জনে চুপ করে দাঁড়িয়ে আছি। আচম্বিতে আর এক অপরিচিত শব্দে আমরা সকলেই চমকে উঠলুম। যেন হাজার হাজার শ্লেটের উপরে কারা হাজার হাজার পেনসিল টানছে আর টানছে! এক লহমায় আমাদের আড়ষ্টভাব ঘুচে গেল। কুমার সর্বাগ্রে চেঁচিয়ে উঠল, ‘বামনদের উড়োজাহাজ!’ বিমল বললে, ‘সে কী কথা! উড়োজাহাজ তো বিকল হয়ে পৃথিবীতে এসে নেমেছে, মেরামত না করলে আর উড়তে পারবে না!’ রামহরি আকাশের দিকে হাত তুলে বললে, ‘ওই দেখো খোকাবাবু!’ আমাদের চোখের সামনে দিয়ে বিপুল একটা কালো ছায়া ঠিক বিদ্যুতের মতো বেগে আকাশের দিকে উঠে যাচ্ছে!—হ্যাঁ, এ মঙ্গলগ্রহের উড়োজাহাজই বটে! কুমার বললে, ‘কী সর্বনাশ! অনেক মানুষ যে ওর মধ্যে আছে!’
Golpokhuro App
Listen to Complete Audiobooks