ছোটবেলায় আলিবাবা ও চল্লিশ চোরের গল্প শোনেননি এমন মানুষ পাওয়া বিরল। তাও আজকের যুগের ছোট ছেলেমেয়েরা অনেকেই হয়ত এই কাহিনী শোনেনি। পারস্যের এক শহরে আলিবাবা ও কাসিমবাবা নামের দুই ভাই থাকত। আলিবাবা ছিল গরীব আর কাসিম ছিল বড়লোক। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আলিবাবা দেখল এক অদ্ভুত ব্যাপার। একদল ডাকাত সেই জঙ্গলের এক গুহার সামনে গিয়ে চেঁচিয়ে বলল, চিচিং ফাঁক। আর সঙ্গে সঙ্গে সেই গুহার মুখ খুলে গেল। ডাকাতের দল চলে যাবার পরে আলিবাবা সেই গুহায় ঢুকে দেখল রাশি রাশি সোনাদানা, মনিমুক্তো, মোহর রয়েছে গুহার ভেতরে। তার থেকে কিছু মোহর নিয়ে আলিবাবা ফিরল নিজের বাড়িতে। এদিকে কাসিমবাবা সেই খবর পেয়ে গেল সেই গুহায় কিন্তু আর ফিরতে পারল না। সেই থেকে চল্লিশজন ডাকাতের দল পাগলা কুকুরের মত খোঁজ করে চলেছে আলিবাবার। খোঁজ পেলেই তাকে সপরিবারে নিকেশ করবে। আলিবাবা কি এদের হাত থেকে রেহাই পাবে? জানতে হলে আপনার মোবাইলে শুধু ইন্সটল করে নিন গল্পখুড়ো অ্যাপ। আর শুনতে থাকুন ছোট বন্ধুদের জন্য গল্পখুড়োর বিশেষ নিবেদন আলিবাবা ও চল্লিশ চোর।