একদিন ক্লাবে আড্ডা দিতে বসে রজতকাকু এক অদ্ভুত গল্প বললেন পাপাই, তাতাই, পিকলুদের। রজতকাকু তাঁর পরিচিত এক জাতিস্মরের মুখে শুনেছেন কলকাতার এক না জানা ইতিহাসের গল্প। এই কাহিনীর সময়কাল বাংলার নবাবী আমলের কলকাতা। পলাশীর যুদ্ধের কিছু আগে বর্ধমানের এক গ্রামের ছেলে কিশোরী বাড়ি ছেড়ে পাড়ি জমায় নবাবী আমলের রাজধানী মুর্শিদাবাদে। তারপরে সেখান থেকে এসে পৌঁছয় কলকাতায়। কিশোরী নিজের দক্ষতায় শেঠ কিষেনচাঁদের আস্থাভাজন হয়ে ওঠে। কিন্তু তখনই কলকাতার আকাশে ঘনিয়ে আসে দুর্যোগের মেঘ। নতুন নবাব সিরাজ উদ দ্দৌল্লা আক্রমন করেন কলকাতা শহর। মীরজাফর, মানিকচাঁদ, মীরমদন, মোহনলাল এদের সবাইকে নিয়ে প্রায় তিরিশ হাজার সেনা নিয়ে কলকাতা আক্রমন করেন নবাব সিরাজ উদ দ্দৌল্লা। তারপরে কি হল? কলকাতার ইংরেজরা যুদ্ধে হেরে গেল নবাবের কাছে? কলকাতা শহরের ঐতিহাসিক পটভূমিকায় লেখা এই টানটান কাহিনীর পরিনতি জানতে হলে গল্পখুড়ো অ্যাপে শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা উপন্যাস কেল্লা ঘাটের তীরে।