কলকাতার বয়স অনেক নামী শহরের থেকে কম। অন্ততঃ সেরকমই মনে করি আমরা। কলকাতার পরিচিতি বাড়ে ইংরেজরা আসার পরে। এমনটাই সাধারন মানুষের ধারনা।কিন্তু সত্যিই কি তাই? আমরা কজন জানি যে কলকাতার উল্লেখ পাওয়া গেছে বাংলার প্রাচীন দুটি মঙ্গলকাব্যে। জোব চার্নক যখন মুঘল ফৌজের তাড়া খেয়ে কলকাতায় এসে পৌঁছলেন তখন কলকাতায় শেঠ আর বসাকদের কাপড়ের ব্যবসা চলছে পুরোদমে। আর আজকের ডালহৌসির ধারে যেখানে রাইটার্স বিল্ডিংস খুব সম্ভব তার সেই জায়গাতেই ছিল কলকাতার তখনকার জমিদার সাবর্ন রায় চৌধুরীদের কাছারিবাড়ি। দোল খেলার সময়ে ডালহৌসির দীঘির জল লাল রঙে রাঙা হয়ে উঠত বলে তার নাম হয়েছিল লালদীঘি। তারপরে কত পট পরিবর্তন হয়েছে। কলকাতায় নিজেদের জমিদারি কেনার ব্যাপারে ফর্মান আদায় করতে ইংরেজরা দৌড়েছে মুঘল বাদশাহের কাছে। বর্গী আক্রমনের সময়ে কলকাতায় ইংরেজরা বসাচ্ছে কামান ঘাঁটি আর দেশীয় লোকেরা খাল খুঁড়ছে। কলকাতার এমন অনেক অজানা কাহিনী জানতে হলে গল্পখুড়ো অ্যাপে শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা প্রবন্ধ কলকাতার আদ্যিকালের গল্প।
00:00
/
NaN:NaN
0
2 Review
46 Likes
Voice Artist
Krittik Ghosh
All Episodes (1)
Download App to enjoy unlimited Audiobooks and Audio Stories