অর্ক কিছুদিন আগে তার এম এস সি কমপ্লিট করে রিসার্চ প্রোজেক্টে জয়েন করেছে। এমন সময় অর্ককে ডেকে পাঠালেন অর্কর রাঙাকাকু। রাঙাকাকু অর্থাৎ ডঃ রাজর্ষি গুপ্ত একজন বিখ্যাত বৈজ্ঞানিক। রাঙাকাকু জানালেন, জাপানের প্রোফেসর হিদেচি ফাঙ্ক কিছুদিন আগে এক সামুদ্রিক প্রানী আবিষ্কার করেছেন যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু প্রোফেসর ফাঙ্ক তারপরেই মারা গিয়েছেন। যদিও রাঙাকাকুর বন্ধু, প্রোফেসর ফাঙ্কের ছাত্র বৈজ্ঞানিক তাগাসাকির ধারনা প্রোফেসর ফাঙ্ক খুন হয়েছেন। এই অদ্ভুত প্রানীর রহস্য ভেদ করতে অর্ক আর রাঙাকাকু রওনা হলেন জাপানে। জাপানের উত্তরপ্রান্তে রেবুন আইল্যান্ডে যখন অর্করা পৌঁছল তখন পরিষ্কার বুঝতে পারল আরেক দল লোক ছায়ার মত অনুসরন করছে তাদের। শেষ পর্যন্ত অর্ক আর রাঙাকাকুর অভিযানের কি হল?
এই টানটান অ্যাডভেঞ্চারের কাহিনী জানতে হলে গল্পখুড়ো অ্যাপে শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা উপন্যাস স্টার টর্পেডোর রহস্য।