Description: সন ১২৪০ সাল।সকাল বেলা।কাল দোলপূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন। খই-দই খাইয়া তিনি এখনই রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে। রামতারণ বাঁড়ুয্যে কৃষ্ণনগর কোটের নকলনবিশ (গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি)। দু পয়সা করিয়াছেন, গোলাপালা, জমিজমাও করিয়াছেন। ছুটিতে রামচরণ বাড়ী আসিয়াছেন, চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন সকালবেলা। কলীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন- কোথায় চললে হে? -আজ্ঞে কাকা, অক্ষয় মিস্ত্রীকে একবার ডাকতে যাচ্ছি। -কেন হে? অক্ষয় মিস্ত্রীকে কি হবে তোমার? কালীপদ আসিয়া বসিলেন চণ্ডীমণ্ডপের দাওয়ায়। বলিলেন- বাঃ, এবার মিছরে গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল। একটু একটু ঠাণ্ডা বাতাস বহিতেছে, আম্রমুকুলের সুমিষ্ঠ সৌরভে ভরপুর।
Golpokhuro App
Listen to Complete Audiobooks