Description: তারপরেই শুনলুম অনেকগুলো ভারী—ভারী জুতোর দ্রুত শব্দ! চোখের পলক পড়তে—না—পড়তেই আমাদের ঘরের সামনে থেকে সমস্ত জনতা হল অদৃশ্য! কিন্তু পরমুহূর্তেই হোটেলের অন্যদিকে আবার নতুন গোলমাল উঠল—কাদের সঙ্গে আবার কাদের মারামারি ঝটাপটি চলছে! খুব সম্ভব পুলিশ এসে পড়েছে। এতক্ষণে কামরার ভেতরে নজর দেওয়ার সময় হল। কুমার তখন আহত লোকটাকে মাটির ওপরে শুইয়ে দিয়েছে। কিন্তু তার দিকে একবার তাকিয়েই বুঝলুম, আর কোনও আশা নেই। লোকটাও বুঝেছিল। তবু সেই অবস্থাতেও সে চোখ নেড়ে আমাকে তার কাছে যাওয়ার জন্যে ইশারা করলে। আমি তার পাশে হাঁটু গেড়ে বসে তার মুখের কাছে মুখ নিয়ে গেলুম। নিশ্বাস টানতে—টানতে অস্ফুট স্বরে ইংরেজিতে সে বললে, ‘আমি আর বাঁচব না। আমার জামার বোতাম খুলে ফ্যালো।’ তাই করলুম। ‘আমার গলায় ঝুলছে একখানা লকেট। সেটা তাড়াতাড়ি বার করে নাও।’ লকেটখানা বার করতেই সে বললে, ‘লুকিয়ে রাখো! ছুন—ছিউ দেখতে পেলে তুমিও বাঁচবে না।’ ‘ছুন—ছিউ কে?’