Description: "…হ্যাঁ, ঠিক তিন ফোঁটা রক্ত! কিন্তু সেজন্যে আমি বিস্মিত হইনি। আমার বিশ্বাস, কোনো আহত ইঁদুর বা বিড়ালের গা থেকেই সেই রক্তবিন্দুর সৃষ্টি হয়েছিল। তাই আমি জল ঢেলে দাগগুলো তুলে ফেলেছিলুম। ওই তিন ফোঁটা রক্তের কথা নিশ্চয়ই আপনার কাজে লাগবে না, জয়ন্তবাবু?" জয়ন্ত বললে, “নিশ্চয়ই লাগবে! তিন ফোঁটা কেন, মাত্র এক ফোঁটা রক্তই আমার কাছে মহামূল্যবান!”