Description: মৃত্যুর পরেই কাশীনাথ উপলব্ধি করলেন, তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্যে অবস্থান করছেন, তাঁর প্রাণহীন দেহ অঙ্গনে তুলসীমঞ্চের সম্মুখে পড়ে আছে। তাঁর পত্নী আর আত্মীয়বর্গ চারিদিকে বিলাপ করছেন, প্রতিবেশীরা বলছেন, ‘ওঃ, একটা ইন্দ্রপাত হল!’ ক্ষণকাল পরেই তিনি প্রচণ্ড বেগে ব্যোমমার্গে দক্ষিণ দিকে বাহিত হয়ে যমলোকে উপনীত হলেন। যম বললেন, ‘এস হে কাশীনাথ! তোমার সুকৃতি—দুষ্কৃতির বিচার এবং তদুপযুক্ত ব্যবস্থা আমি করে রেখেছি... কিন্তু তোমার পরবর্তী জন্ম কী হবে, তা তুমি নিজেই ঠিক করো!’ কাশীনাথের কী হল? তিনি কী এই সমাজেই আবার ফিরে এলেন? নাকি... ?