Description: খৃষ্টপূর্ব্ব দ্বিতীয় শতকের কথা। আজ থেকে প্রায় বাইশ শ’ বছর আগের তক্ষশিলা। নগরীর রাজপথ কোলাহলমুখর। নবারুণোদয় নিজ মহিমায় ধীরে ধীরে উচ্চ চূড়ায় ও স্তম্ভে নবপ্রভাতের বানী ঘোষণা করচে। তক্ষশিলায় সম্প্রতি দেবী মিনার্ভার এক মন্দির তৈরী হচ্চে, পার্থেননের স্থাপত্যের অনুকরণে—গম্বুজ বা ডোম কোথাও নেই—ছাদ সমতল অগণিত সুসামঞ্জস্য বিরাট স্তম্ভশ্রণী। গ্রীক স্থাপত্য গম্বুজের খিলান গড়তে অভ্যস্থ ছিল না। বহু পূরবর্ত্তী কালে সারাসেন সভ্যতার যুগে ইউরোপে এর উৎপত্তি, সারাসেন তথা মূর সভ্যতা দান এটি।